ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজারে ঘটেছে এক পৈশাচিক হত্যাকাণ্ড। কোলে পিঠে করে মানুষ করা শারমীন বেগম (৪৭) কে খুন করেছেন তারই পরিচিত যুবক, ফারহান ভূইয়া রনি (৩০)।
ফারহান ভূইয়া রনি শারমীন বেগমের পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে বড় হয়েছে। শারমীনের স্বামী নূরুল ইসলাম দিনমজুর হলেও ফারহান তার পরিবারে অতিথি হয়ে বসবাস করত। তার হত্যার বিষয়টি মেনে নিতে পারছে না শারমীনের পরিবার। হত্যাকাণ্ডে শোকাচ্ছন্ন শারমীনের পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ঘাতক ফারহান ২৫ ডিসেম্বর ভোরে শারমীনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং প্রথমে ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে। পরে তার মাথা আলাদা করে পাশের একটি জমিতে পুঁতে রাখা হয়, এবং শরীরকে কম্বলে পেঁচিয়ে আগুনে পুড়িয়ে দেয়। ফারহান এই হত্যাকাণ্ডের জন্য শারমীনকে অভিযোগ করে বলে দাবি করেছে যে, শারমীন তার মেয়েকে বিয়ে দিতে তাকে তাবিজ করেছিল, এবং এজন্য সে ক্ষিপ্ত ছিল। তবে স্থানীয়রা দাবি করছেন যে, ফারহান মাদকাসক্ত হয়ে শারমীনের পরিবারকে নানা সমস্যায় ফেলেছিল এবং তার মাদকাসক্তি ও অপরাধের কারণে শারমীন তার মেয়ে বিয়ে দেওয়ার বিষয়টি নাকচ করেছিলেন।
পুলিশ জানিয়েছে, ফারহান হত্যার কথা স্বীকার করেছে, কিন্তু তার বক্তব্য অসংলগ্ন। এই হত্যাকাণ্ডের ঘটনায় শারমীনের বড় মেয়ে রুমা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ফারহানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মতামত