সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে ভারত থেকে আমদানি করা ৮১ কাটুন সুতা জব্দ করেছে বেলকুচি থানা পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে বেলকুচি পৌরসভার সুবর্ণসাড়া গ্রামে ঈদগাহ মাঠের কাছে সুতা আনলোড করার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সুতার কাগজপত্র চাওয়া হলে সংশ্লিষ্টরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সুতার মালিক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, বেলকুচির একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভারতীয় সুতা এনে তা বৈধ সুতার সঙ্গে মিশিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এভাবে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
আটক ট্রাকচালক দাবি করেছেন যে তিনি সুতার প্রকৃত মালামাল সম্পর্কে জানতেন না।
তিনি জানান, আমার দায়িত্ব ছিল মালামাল চট্টগ্রাম থেকে বেলকুচি পৌঁছে দেয়া। এর ভেতরে কী আছে, তা সম্পর্কে আমি আগে কিছুই জানতাম না।
বেলকুচি থানার ওসি (তদন্ত) আব্দুল বারিক জানান, ফোনের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক ভর্তি সুতা জব্দ করি। সুতার মালিকের খোঁজ চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত