সারাদেশ

গাইবান্ধায় নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে পরিচিতি সভা

গাইবান্ধায় নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে পরিচিতি সভা

প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:২৪

গাইবান্ধায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হয়েছেন নবাগত পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা। 

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ পরিচিতি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা তার বক্তব্যে বলেন, গাইবান্ধায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এবং অপরাধ দমন কার্যক্রমে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সহযোগিতা আমার কাজকে আরও সহজ করবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, শরিফুল আলম, ও ধ্রুব জ্যোতির্ময় গোপসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ প্রেসক্লাবের সদস্য এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানটি ছিল নবাগত পুলিশ সুপার এবং গাইবান্ধার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির একটি সুযোগ।