সারাদেশ

পটিয়ার নবাগত ইউএনওর সঙ্গে পটিয়া বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

পটিয়ার নবাগত ইউএনওর সঙ্গে পটিয়া বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:১২

পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময়ে পটিয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য, দুর্নীতি ও অর্থ তছরুপ হয়েছে। গুরুত্বপূর্ণ অনেক উন্নয়ন প্রকল্প অবহেলিত থাকায় এলাকায় বৈষম্য তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই মতবিনিময়কালে বিএনপি নেতারা ইউএনওর কাছে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান। 

তারা বলেন, বিগত সরকারের সময় অনেক উন্নয়ন প্রকল্পে লুটপাট হয়েছে। এসব প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং এলাকার উন্নয়নে সমবণ্টন নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ আরও জানান, পটিয়া বিএনপির সাবেক সংসদ সদস্য গাজী মো. শাহজাহান জুয়েলের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ। প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতায় বিএনপি সবসময় প্রস্তুত রয়েছে।

এই মতবিনিময়ে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মাস্টার এবং আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আরও বলেন, পটিয়ার উন্নয়ন কর্মকাণ্ডে অতীতের বৈষম্য ও দুর্নীতির পুনরাবৃত্তি যাতে না ঘটে, তা নিশ্চিত করা জরুরি। প্রশাসনকে সঠিক দিকনির্দেশনা দিয়ে পটিয়ার উন্নয়নকে গতিশীল করার আহ্বান জানানো হয়।