ময়মনসিংহের গফরগাঁওয়ে ড্রাম টাকের সঙ্গে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন এবং একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টায় গফরগাঁও উপজেলার ভালুকা-গফরগাঁও সড়কের বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা হলেন উপজেলার যশোরা ইউনিয়নের বখুড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের সহধর্মিনী ফাতেমা আক্তার (৫২)। আহতরা হলেন সেলিনা আক্তার (৫০), টুনি আক্তার (১৮), ও চালক নয়ন মিয়া (৪৫)।
স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ফাতেমা আক্তারের মৃত্যু ঘটে।
মতামত