কাউনিয়া উপজেলায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ বুধবার (২৫ ডিসেম্বর) আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায় দিনটি বিশেষ মর্যাদায় পালন করে।
সাহাবাজ গ্রামের প্যারাক্লীত বাংলাদেশ ট্রাস্ট (পিবিটি) চার্চসহ বিভিন্ন গির্জাকে আলোকসজ্জা ও নতুন আঙ্গিকে সাজানো হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত গির্জাগুলোতে চলে বিশেষ প্রার্থনা।
পিবিটি চার্চের পরিচালক জগদীশ রায় জানান, যিশুর জন্মদিন উপলক্ষে গির্জাগুলোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। তবে তিনি তার পরিবারের প্রতি একটি চিঠির মাধ্যমে পাওয়া হত্যার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক বলেন, বড়দিন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, এসএসআই, ডিবি এবং স্থানীয় পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। দুইটি গির্জার নিরাপত্তায় বিশেষ বাহিনী মোতায়েন রয়েছে।
এদিন প্যারাক্লীত বাংলাদেশ ট্রাস্ট চার্চের সদস্যরা মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বার্তা নিয়ে প্রার্থনা করেন। এছাড়া গির্জাগুলোতে বড়দিনের মাহাত্ম্য তুলে ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়।
উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। উপজেলায় আনন্দমুখর পরিবেশে দিনটি পালন করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
মতামত