সারাদেশ

কুড়িগ্রামে জাঁকজমকপূর্ণভাবে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন

কুড়িগ্রামে জাঁকজমকপূর্ণভাবে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, রাত ১১:২১

কুড়িগ্রামের উলিপুরে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে। উৎসবটি বিশেষ প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত এবং শিশুদের উপহার প্রদানের মতো নানা আয়োজনে ভরপুর ছিল।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার তিনটি চার্চে বড়দিন উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বড়দিনের কেক কাটেন স্ব-স্ব চার্চের ধর্ম পালকগণ। কে ডি এ বি' চার্চে ধর্ম পালক রঞ্জীত পাহানের নেতৃত্বে আয়োজন সম্পন্ন হয়। এজিমিশন চার্চে পাস্টর মিজানুর রহমান এবং ঈসায়ী চার্চে পাস্টর জন এ সরকার দায়িত্ব পালন করেন।

উলিপুরে শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বী এই উৎসবে অংশগ্রহণ করেন। বড়দিনের মূল আয়োজনের পাশাপাশি বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান এবং সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিশুদের জন্য বিভিন্ন উপহার বিতরণ এই আয়োজনকে আরও রঙিন করে তোলে।

উৎসবটি নির্বিঘ্ন করতে উলিপুর থানা পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করেন।