সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও শিক্ষক পরিবারকে মাদক সংশ্লিষ্টতায় জড়ানোর অভিযোগে প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও শিক্ষক পরিবারকে মাদক সংশ্লিষ্টতায় জড়ানোর অভিযোগে প্রতিবাদ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, রাত ১১:১৭

বিজিবি সদস্য ও শিক্ষক পরিবারকে মাদকের সঙ্গে জড়িয়ে তথ্য প্রচারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবে এবং একইদিন সকালে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকায় নিজ বাড়িতে আলাদা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছেন। তার বাবা মেরাজুল ইসলাম মাস্টার একজন সম্মানিত স্কুলশিক্ষক এবং পরিবারের অন্যান্য সদস্যরাও প্রতিষ্ঠিত। তবে, পারিবারিক বিরোধের কারণে চরবাগডাঙ্গার মিজানুর রহমান মিজান নামে একাধিক মাদক মামলার আসামি সুমনের বিরুদ্ধে ফেসবুকে মাদক সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

পরিবারটি অভিযোগ করে, এটি একটি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, যা তাদের পারিবারিক সুনাম ক্ষুণ্ণ করছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম সুমনের স্ত্রী রহিমা ইয়াসমিন, বাবা মেরাজুল ইসলাম মাস্টার, ভাই আবুল কালাম আজাদসহ স্থানীয় সাংবাদিকরা।