ছবি : খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন বুধবার (২৫ ডিসেম্বর) সকালে গুল্টা আবে মারিয়া মিশনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।
খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট এই দিনে ফিলিস্তিনের বেথলেহেম শহরের একটি গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেন।
এ উপলক্ষে গুল্টা মিশনে কেক কাটা, প্রার্থনা, নাচ, গানসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।
গুল্টা খ্রিস্টান পল্লীর চেয়ারম্যান লিখিল খাঁর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি মি. নিখিল খাঁ, কারিতাস প্রতিনিধি ড. আরোক টপ্য, সি দ্বীপক এক্কা, তালম ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সি প্রসাদ এক্কা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন পালন করার পর, খ্রিষ্টান পল্লীর নারীরা বিভিন্ন রকমের নৃত্য পরিবেশন করেন।
মতামত