ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে উপজেলার খ্রিস্টান সম্প্রদায়ের ৪০টি গির্জা নতুন আঙ্গিকে সাজানো হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া আলোকসজ্জা ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের রাণীশংকৈল শাখার সভাপতি গোপাল মরমু সুগা জানান, দিনটি উপলক্ষে গির্জায় বিশেষ প্রার্থনা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিশু, নারী ও পুরুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সকলে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে নতুন বছরের সুখ-শান্তির প্রত্যাশা করেন।
উপজেলার ৪০টি গির্জায় প্রায় ১০০০ জন খ্রিস্টান ধর্মাবলম্বী পরিবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, প্রতিটি গির্জায় পুলিশ সদস্যদের উপস্থিতি এবং টহল জোরদার করা হয়েছে। সবাই নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করেছেন।
মতামত