দিনাজপুরের বিরলে জাকজমকপূর্ণভাবে শুভ বড়দিন ২০২৪ উদযাপন করা হয়েছে। উপজেলার ৮৩টি চার্চে পৃথকভাবে দিনব্যাপী প্রার্থনা, আলোচনা সভা এবং আপ্যায়নসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) রাণীপুকুর ইউনিয়নের বহবলদিঘী খ্রীষ্টরাজার গির্জায় (ক্যাথলিক চার্চ) বড়দিন উদযাপনে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশ খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন বিরল উপজেলা শাখার সভাপতি জীবিত দেব শর্মা জানান, প্যারিস সুইহারী মিশনের ফাদার পাওলো, নাওমী, নান্দোনিয়ন্তা সরেন, কার্টিটিস মাস্টার জাকব মার্ডি, পাতরাস কুজুর, এবং দানিয়্যাল দিলিপ তিগ্যা সহ স্থানীয় ও উড়াও সম্প্রদায়ের প্রতিনিধিরা উৎসবে অংশগ্রহণ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ভুবন মহন্ত জানান, বড়দিন উদযাপনে সরকারিভাবে সহযোগিতা পাওয়া গেছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলার সব চার্চেই উদযাপনের ধারা একই রকম উচ্ছ্বাসপূর্ণ ছিল বলে জানান আয়োজকরা।
মতামত