সারাদেশ

সিরাজগঞ্জে ড. মহানামব্রত ব্রহ্মচারীর ১২১তম জন্মজয়ন্তী উদযাপন

সিরাজগঞ্জে ড. মহানামব্রত ব্রহ্মচারীর ১২১তম জন্মজয়ন্তী উদযাপন

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, বিকাল ৪:২৯

সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ড. মহানামব্রত ব্রহ্মচারীর ১২১তম জন্মজয়ন্তী দিবস যথাযথ মর্যাদা ও ভক্তি সহকারে উদযাপন করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে সেবক সংঘের অনুসারীদের আয়োজনে উৎসবটি পালিত হয়। অনুষ্ঠানে আরতি, গীতা পাঠ, ভগবত পাঠ, কীর্তন এবং জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উৎসবে উপস্থিত ছিলেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ কুমার মণ্ডল, সহ-সভাপতি ডা. উৎপল দাস, এবং অন্যান্য সদস্য ও অনুসারী।

অনুষ্ঠানে অ্যাডভোকেট রনজিৎ কুমার মণ্ডল বলেন, ড. মহানামব্রত ব্রহ্মচারীর জন্মজয়ন্তী দিবস ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে উদযাপন করা হচ্ছে। এটি ভক্তদের জন্য একটি পবিত্র দিন।

উল্লেখ্য, কীর্তন শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। গীতা পাঠ করেন সুনীতি কুমার মণ্ডল, পূজা অর্চনা ও প্রার্থনা পরিচালনা করেন শিবপদ সূত্রধর।