সারাদেশ

গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, বিকাল ৪:২৩

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে ২৫ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৬৫ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়েছে।

প্রথম অভিযানে, ২২ ডিসেম্বর বিকেল ৫টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরাম কান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ২০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম ওরফে দবুকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

দ্বিতীয় অভিযানে, ২৩ ডিসেম্বর ভোর ৫টা ৩০ মিনিটে গোপালগঞ্জের দেবগ্রাম এলাকায় জান্নাতুল ঘরোয়া হোটেলের সামনে থেকে ১৫৬ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন জোবায়ের হোসেন (২৬) এবং এনামুল হক (৩৩)।

তৃতীয় অভিযানে, ২৫ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে গোপালগঞ্জের সবুজবাগ বৈশাখী রোড এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ নুর আলম মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

অভিযানগুলো পরিচালিত হয় এসআই ফারুক আলমের নেতৃত্বে। অভিযানে এসআই জোবায়ের হোসেন, এসআই জুলফিকার আলী, এএসআই বিপ্লব মণ্ডল, কনস্টেবল লোকমান হোসেন, মাসুদ রানাসহ ডিবি পুলিশের একটি বিশেষ টিম অংশগ্রহণ করে।

গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।