ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদসহ পাঁচজন আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করা হয়েছে।
২৪ ও ২৫ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে নগরীর শম্ভুগঞ্জ গোল চত্বর এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৬ বোতল ভারতীয় মদ, মাদক বিক্রির ১,৬০০ টাকা, এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রত্যয় ব্যক্ত করেছে।
মতামত