পৌষ মাসের শীতল রাতে ছিন্নমূল মানুষের দুর্ভোগের চিত্র দেখে তাদের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান।
বুধবার রাতে আনুষ্ঠানিকতা এড়িয়ে গৌরীপুর পৌর শহরের হরিজনপল্লী, এতিমখানা, মাদরাসা ও গৌরীপুর জংশনে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। উপকারভোগীদের মধ্যে ছিলেন এতিম, দরিদ্র শিক্ষার্থী, ভাসমান নারী-পুরুষ এবং অটোরিকশা চালক। ইউএনও-র এমন মানবিক উদ্যোগে সাময়িক সময়ের জন্য হলেও শীতের কষ্ট ভুলে গিয়েছিল তারা।
গৌরীপুর জংশনের ছিন্নমূল নারী রুপালী বলেন, শীতবস্ত্র না থাকায় খুব কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার এসে স্টেশনে আমাদের নতুন কম্বল দিলেন। আমরা খুব খুশি হয়েছি।
হরিজন পল্লীর সর্দার রঙিলা বাশফোর জানান, ইউএনও স্যার আমাদের এলাকা পরিদর্শন করে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নতুন কম্বল বিতরণ করেছেন। এই উদ্যোগে আমরা সবাই আনন্দিত।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, গত কয়েক দিন ধরে এই অঞ্চলে তীব্র শীত পড়েছে। অনেক শীতার্ত মানুষের পক্ষে শীতবস্ত্র কেনা সম্ভব নয়। প্রকৃত দরিদ্রদের মাঝে কম্বল পৌঁছে দিতে আমি নিজেই রাতে বের হয়েছি। তাদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
মতামত