কুষ্টিয়ার কুমারখালীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) মালিয়াট গ্রামে চিল্ডেন অফ লাইট চার্চে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশপ জাকের আলী শুভ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।
এছাড়া কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ফরহাদ আমির টিপু, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শুধাংশু কুমার ঘোষ, ও চ্যানেল এস টেলিভিশনের কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেনসহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উৎসব শেষে চার্চে বিশেষ প্রার্থনার পাশাপাশি খ্রিস্ট সংগীত পরিবেশিত হয় এবং কেক কেটে উপস্থিত সবাই আনন্দ ভাগাভাগি করেন।
মতামত