বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বান্দরবান পৌরসভা শাখার আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের আমীর এস এম আব্দুস সালাম আজাদ, পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট আবুল কালাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর শাখার আমীর মো. হারুনুর রশিদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম বর্তমানে দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচার সরকার জনগণের বাকস্বাধীনতা হরণ করেছিল। এখন দেশের মানুষ আবার স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। জামায়াতের বিরুদ্ধে চালানো নির্যাতন ও ষড়যন্ত্র সত্ত্বেও আমাদের দল জনগণের সমর্থন অর্জন করেছে। সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এবং আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে এবং সবাইকে এই আন্দোলনে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
মতামত