সারাদেশ

কোটালীপাড়ায় গভীর রাতে ইউএনওর কম্বল বিতরণ

কোটালীপাড়ায় গভীর রাতে ইউএনওর কম্বল বিতরণ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:১৬

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার শীতার্ত দরিদ্র মানুষের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

বৃহস্পতিবার গভীর রাতে তিনি উপজেলার পশ্চিমপাড়া থেকে রাধাগঞ্জ পর্যন্ত সড়কের আশপাশের গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিঘলীয়া গ্রামের ৬০ বছরের বৃদ্ধা শেফালী বেগম বলেন, গত কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডায় খুব কষ্টে ছিলাম। ঘরে গরম কাপড় ছিল না। হঠাৎ করে ইউএনও ম্যাডাম বাড়িতে এসে কম্বল দিয়ে গেলেন। এই কম্বল পেয়ে খুব উপকার হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, এটি আমাদের রুটিন মাফিক কাজের অংশ। সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকার থেকে পাওয়া কম্বলগুলো শীতার্ত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।