সারাদেশ

কাশিয়ানীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাশিয়ানীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:১২

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মোছাঃ আরিফা (৩৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। 

শনিবার ভোরে কাশিয়ানী থানার মধুমতি সেতু টোল প্লাজার উত্তর পাশে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরগামী হামদান এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১২-৩৫৩৬) পরিবহনে তল্লাশি চালিয়ে ১৯০০ পিস ইয়াবা, একটি বাটন ফোন এবং নগদ ১,৭১০ টাকা উদ্ধার করে। অভিযানে আটক মোছাঃ আরিফা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ভাটই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বিশারত মন্ডল।

গ্রেফতারকৃত আরিফার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও এর চক্র ভেঙে দিতে তাদের অভিযান অব্যাহত থাকবে।