সারাদেশ

অপারেশনের টাকার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রনি ইসলাম

অপারেশনের টাকার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রনি ইসলাম

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:১০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোঃ রনি ইসলাম, একজন কাঁচামাল ব্যবসায়ী, বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ব্যবসার কাজে ব্যস্ত সময়ে একদিন চলন্ত ভ্যান থেকে হঠাৎ পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। সেই দুর্ঘটনার পর থেকেই তার শরীরের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দিলেও টাকার অভাবে সেই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

রনির চিকিৎসার জন্য ইতোমধ্যেই তার পরিবার শেষ সম্বল বাড়িটিও বিক্রি করে দিয়েছে। তবে তাতেও চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হয়নি। এখন তিনি চরম অর্থ সংকটে পড়ে চিকিৎসা নিতে পারছেন না। তার বৃদ্ধ মা শামছুন্নাহার সমাজের বিভিন্ন মানুষের কাছে সাহায্যের জন্য ঘুরছেন। কিন্তু এখনো তেমন কোনো সাড়া মেলেনি।

রনি ইসলাম করুণ কণ্ঠে বলেন, আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী। আমার আয়েই মা, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে আমাদের সংসার চলত। কিন্তু দুর্ঘটনার পর থেকে সবকিছু থমকে গেছে। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন করতে হবে। কিন্তু টাকা না থাকায় কিছুই করতে পারছি না। আমার জীবন বাঁচানোর জন্য সমাজের সহৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানাই।

তার স্ত্রী বলেন, স্বামী অসুস্থ থাকায় আমাদের সংসার এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তার আয় দিয়েই আমরা খেয়ে-পরে বাঁচতাম। কিন্তু এখন আমাদের নিজের মাথা গোঁজার ঠাঁই নেই। অন্যের বাড়িতে থাকছি। চিকিৎসার খরচ তো দূরে থাক, ওষুধ কিনে দেওয়ারও সামর্থ্য নেই। স্বামীকে বিছানায় যন্ত্রণায় কাতরাতে দেখেও কিছু করতে পারছি না। তাই সমাজের সকল সহৃদয় মানুষের কাছে অনুরোধ, আমাদের সাহায্য করুন।

রনি ইসলামের চিকিৎসার জন্য যেকোনো সহায়তা সরাসরি পাঠানো যাবে তার মোবাইল নম্বরে: 01980-774990।