সারাদেশ

জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত ডাঃ লিটন ও জাকির হোসেন

জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত ডাঃ লিটন ও জাকির হোসেন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৩৫ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, রাত ১:১২

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ডাঃ মোঃ মাহাবুবুর রহমান লিটন ও এম জাকির হোসেন খান মনোনীত হয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, আগামী দুই বছর তারা সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই মনোনয়ন গত ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রদান করা হয়।

ডাঃ মাহাবুবুর রহমান লিটন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের প্রয়াত কৃষিবিদ হাবিবুর রহমানের সুযোগ্য সন্তান। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, আদর্শ চিকিৎসক, রাজনীতিবিদ এবং টেস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফাউন্ডার ও ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি ত্রিশাল প্রেস ক্লাবের আজীবন সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠক।

অপর মনোনীত সদস্য এম জাকির হোসেন খান ধানীখোলা ইউনিয়নের প্রয়াত ডাঃ আবুল হোসেনের গর্বিত সন্তান। তিনি চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ত্রিশাল প্রেস ক্লাবসহ বিভিন্ন মহল ও সুধীজন এই দুই কৃতী সন্তানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।