কুষ্টিয়ার মিরপুর উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে বিশাল আকৃতির একটি কুমির ধরা পড়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তালবাড়িয়া ইউনিয়নের চাড়ুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা জুয়েল আহমেদ জানিয়েছেন, কুমিরটি বয়স্ক এবং বিশাল আকৃতির। নির্দেশনা অনুযায়ী কুমিরটিকে নিরাপদে পদ্মা নদীর গভীরে অবমুক্ত করা হবে।
চাড়ুলিয়ার জেলে নাসির উদ্দিন জানান, তিনি ও তাঁর সঙ্গে আরও সাতজন জেলে নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরটি জালে আটকা পড়ার বিষয়টি লক্ষ্য করেন। জাল ভারী লাগায় সেটি টেনে তোলার পর কুমিরটি দেখা যায়। পরে কৌশলে জালে প্যাঁচিয়ে এবং দড়ি দিয়ে বেঁধে কুমিরটিকে নদীর পাড়ে নিয়ে আসা হয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। উৎসুক জনতা কুমিরটি দেখতে ভিড় করেন এবং মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। অনেকে সেলফিও তোলেন।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় সহসভাপতি শাহাব উদ্দিন জানান, পদ্মা-গড়াই নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে তিনি আগে থেকেই জানতেন। তিনি বলেন, কুমিরটি ক্লান্ত এবং অনেক বড় ও বয়স্ক। তার খাবার ও নিরাপদে অবমুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত