সারাদেশ

গোপালগঞ্জ পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

গোপালগঞ্জ পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৩১ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, রাত ১:৪৪

গোপালগঞ্জ সদর পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে।

গত ১৫ জুন ২০২৪ তারিখে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রাফিকুজ্জামানের স্বাক্ষরিত এ কমিটিতে দলের দুর্দিনের নেতা ও রাজপথের লড়াকু সৈনিক শেখ হাসিবুর রহমান হাসিবকে সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. কবিরুল ইসলাম।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আমিন আল রাজি (আমিনুর), এস এম আজাদ হোসেন, মহিবুল ইসলাম জিতু (রানা), মুকুল চৌধুরী, মো. রনি শেখ, মো. সাইফুল আলম (চপল), মুন্সী মো. জিসান আলম ও সোহেল কবির।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাসেল বিশ্বাস, মো. মনিরুজ্জামান (পিয়াস), মো. মাহামুদ শেখ এবং ইকবাল শেখ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফখরুল আলম মোল্লা (উৎপল), মো. আমিনুল ইসলাম তনু।

কমিটির কোষাধ্যক্ষ করা হয়েছে মো. সুরুজ রেজাকে। দপ্তর সম্পাদক হয়েছেন মো. জিকরুল হুদা। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহামুদুল হাসান সিকদার।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সজীব, মহিলা বিষয়ক সম্পাদক রেশমা খানম, কৃষি বিষয়ক সম্পাদক মো. রিয়াদ সিকদার, যুব বিষয়ক সম্পাদক শেখ রিয়াজুর রহমান এনাম, ছাত্র বিষয়ক সম্পাদক শিমন ফলিয়া, শ্রম বিষয়ক সম্পাদক মো. আঞ্জু দারে এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক গাজী আব্দুল্লাহেল কাফি।

কমিটির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব তার প্রতিক্রিয়ায় বলেন, পৌর বিএনপির সভাপতি নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দলের নীতিমালাকে সামনে রেখে কাজ করব এবং বিএনপির লক্ষ্য পূরণে কমিটির সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এই কমিটিতে বিভিন্ন পদে আরও অনেকে দায়িত্ব পেয়েছেন, যা গোপালগঞ্জ সদর বিএনপির শক্তিশালী সংগঠনের প্রতিফলন ঘটাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।