বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির আয়োজনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ‘Enhancing Safe Drinking Water Security and Climate Resilience through Rainwater Harvesting’ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মাহফুজ-উর-রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান। তিনি জানান, প্রকল্পের মাধ্যমে মোংলা উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৭২,৩৬০ জন মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্থাপিত হয়েছে ৯,৯৩৫টি পরিবারের বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, ৩৫টি কমিউনিটি ভিত্তিক সংরক্ষণ ইউনিট এবং ৪টি সৌরশক্তি চালিত পন্ড স্যান্ড ফিল্টার।
কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও অর্জন তুলে ধরেন মাহফুজ-উর-রহমান। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি কার্যকরী সমাধান।
প্রকল্পটি ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের সহযোগিতায় বাস্তবায়িত হয়। এটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মোংলার জনগণের জন্য একটি দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান হিসেবে কাজ করেছে।
অনুষ্ঠানে প্রজেক্ট লিড উম্মে তানিয়া সুলতানা, প্রজেক্ট ম্যানেজার মো. শফিকুর রহমানসহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত