রাউজান প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসী সফল ব্যবসায়ী, রাউজানের সন্তান, এবং রয়্যাল গ্রিন ভেজিটেবল এন্ড ফ্রুটস ট্রেডিং এলএলসির ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার ওসমানকে সিআইপি (কোম্পানি ইনভেস্টরস প্রফেশনাল) মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলা সদরের জলিল নগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনির হোসাইন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে রেমিট্যান্স প্রেরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। জুলফিকার ওসমান তার সততা ও নিষ্ঠার মাধ্যমে প্রবাসে ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি অনেক শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করেছেন।
প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক তসলিম উদ্দিন এবং প্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে অতিথিরা সিআইপি মনোনীত জুলফিকার ওসমানকে ক্রেস্ট প্রদান করেন।
মতামত