সারাদেশ

রানীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জীতেন্দ্র চন্দ্র রায়য়ের শেষকৃত্য সম্পন্ন

রানীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জীতেন্দ্র চন্দ্র রায়য়ের শেষকৃত্য সম্পন্ন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:২১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জীতেন্দ্র চন্দ্র রায় (৭২) বাধক্যজনিত কারণে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

দুপুরে তার বাড়ির উঠানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর লক্ষীথান শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, রানীশংকৈল থানা পুলিশের প্রতিনিধি এসআই সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, বিদেশি চন্দ্র রায়, হাবিবুর রহমানসহ এলাকার ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ।

তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।