সারাদেশ

ময়মনসিংহে পুলিশের অভিযানে মাদকসহ মাদক কারবারী গ্রেফতার ২

ময়মনসিংহে পুলিশের অভিযানে মাদকসহ মাদক কারবারী গ্রেফতার ২

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:১৮ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, রাত ১:৪৭

ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানা পুলিশের অভিযানে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক চোরাকারবারী গ্রেফতার করা হয়েছে।

আজ (২৪ ডিসেম্বর) মঙ্গলবার, ধোবাউড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথমে নয়াপাড়া এলাকার মোঃ আশরাফুলের বাড়ি থেকে মোঃ আল-আমিন (২৮), পিতা জালাল উদ্দিন, গ্রাম কড়ইগড়া, ধোবাউড়া, ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হন। অপরদিকে, সিঙ্গুরা এলাকার আজিম উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে শাহিন মিয়া (২৮), পিতা মৃত মতিউর রহমান, গ্রাম কালিকাবাড়ী, ধোবাউড়া, ৭৩ বোতল ভারতীয় তৈরি মদসহ গ্রেফতার হন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।