গোপালগঞ্জে শব্দদূষণ সচেতনতা ও নিরাপদ সড়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় গোপালগঞ্জ পৌরসভার হল রুমে পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল বিষয় ছিল শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক উদ্যোগ এবং বন ও জলবায়ু পরিবর্তন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
কর্মশালায় জেলার পরিবহন চালক ও শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জিবিতেষ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
মতামত