সারাদেশ

কুড়িগ্রামে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল

কুড়িগ্রামে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:১২

কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং কুড়িগ্রাম শহর মুহূর্তেই উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় টাউন হল মার্কেটে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বক্তব্যে তিনি নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা দেন।

নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদও সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা জানান, কুড়িগ্রামে আগামীতে শক্তিশালী ও সুসংগঠিত কমিটি গঠন করা হবে এবং ভবিষ্যৎ নির্বাচনে জেলার চারটি আসন থেকে বিজয় নিশ্চিত করে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া হবে।