চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, প্রতিটি সন্তানকে সুশিক্ষিত করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মায়ের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা-ই সন্তানের প্রথম ও প্রধান শিক্ষিকা।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের জামালখান ওয়ার্ডের আনন্দবাগ আবাসিক এলাকায় অবস্থিত চট্টগ্রাম আইডিয়াল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে এবং পরিচালক হাফেজ মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালখান ওয়ার্ড বিএনপির সভাপতি ও ২১ নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী আবু মুহাম্মদ মহসিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. দিদারুল আলম, বিএনপির নেতা মো. হাসানুল করিম, এবং ওআর নিজাম রোড জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ছলিত উল্লাহ হাবিবী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসকার দিঘির পশ্চিম পাড় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ফয়জুল্লাহ, হাফেজ মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরী, হাফেজ মাওলানা ফরিদুল হক, সাংবাদিক মো. হাসানুর জামান বাবু, এবং অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
মতামত