গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাখালি নদীর তীর থেকে মাটি কাটার সময় চাপা পড়ে আব্দুল ওয়াহেদ (৫৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর (সমসপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহেদ চন্ডিপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, চন্ডিপুর গ্রামের ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে কাটাখালি নদী থেকে মাটি উত্তোলন ও বিক্রি করে আসছিল। ঘটনার দিন ভোরে মাটি কাটার সময় ওপরের মাটি ধসে পড়ে ওয়াহেদ ও তার ট্রাক্টরের ওপর। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ওয়াহেদকে মৃত ঘোষণা করেন।
এক বৃদ্ধা জানান, মাসের পর মাস মাটি কেটে নিচ্ছে ভূমিদস্যুরা, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আগে এক শিশু ট্রাক্টরের চাপায় মারা গেলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বিশুবাড়ি মাদ্রাসার শিক্ষক হালিম প্রধান জানান, জমি সমান করার জন্য মাটি কাটার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু অতিরিক্ত মাটি কাটায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মতামত