সারাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদাবাজির জেরে সংঘর্ষে যুবদল নেতা গুলিবিদ্ধ

নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদাবাজির জেরে সংঘর্ষে যুবদল নেতা গুলিবিদ্ধ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:০৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদাবাজির টাকার ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে মো. হালিম (৪০) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের দক্ষিণ আবির পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হালিম আমিশা পাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রার্থী এবং একই গ্রামের মজিবুল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার এক ব্যবসায়ীর কাছে জমা রাখা টাকা তুলতে গিয়ে অটোরিকশা চালক হোসেন চাঁদাবাজি ও অপবাদমূলক হেনস্তার শিকার হন। পরে চাঁদা দিয়ে মুক্তি পান তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাতে প্রতিপক্ষের লোকজন অভিযুক্ত ফিরোজকে মারধর করে।

সোমবার সন্ধ্যায় ফিরোজ তার সঙ্গীদের নিয়ে প্রতিপক্ষ শান্ত গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় যুবদল নেতা হালিমকে বেধড়ক মারধর করে বুকের ডান পাশে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়।

গুলিবিদ্ধ হালিম বর্তমানে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি বলে তার ভাই আব্দুল হান্নান জানিয়েছেন।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক।