১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গির ময়দানে ইবাদতরত ও ঘুমন্ত মুসল্লিদের ওপর সংঘটিত হামলা ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন তৌহিদি জনতা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ভোলার বরিশাল দালান এলাকায় এ কর্মসূচি শুরু হয়। ভোলা জেলা ওলামা-মাশায়েখ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে প্রতিবাদ মিছিল ও সমাবেশে ব্যাপক সাড়া ফেলে।
সমাবেশে বক্তারা টঙ্গির হামলার ঘটনায় মাস্টারমাইন্ড ওয়াছিফ, ওসামা, আনোয়ার আবদুল্লাহ, জিয়া-বিন কাশেম, আবদুল্লাহ মানসুর ও আলিমুদ্দিনসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা উল্লেখ করেন, এমন বর্বরোচিত হামলার বিচার না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি হতে পারে। সমাবেশে বক্তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তৌহিদি জনতার আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।
এই অবস্থান কর্মসূচিতে ভোলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত হন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
মতামত