সারাদেশ

কোডেক স্বপ্নের ঠিকানা প্রকল্পের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত

কোডেক স্বপ্নের ঠিকানা প্রকল্পের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৪, সকাল ১০:২৭

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কোডেক স্বপ্নের ঠিকানা ব্রিজ স্কুলের বার্ষিক প্রকল্প আপডেট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার পুলঘাট বাজার সংলগ্ন কোডেক প্রকল্প অফিসের হলরুমে এ সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান।

সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কোডেক স্বপ্নের ঠিকানা প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর অজিত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর।

এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ রাজীব আহসান, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মোঃ আবু হানিফ সরকার, প্রকল্প ফোকাল পারসন মোহাম্মদ আতিকুর রহমান, এরিয়া ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) মোঃ সাইদুল ইসলাম এবং বেসরকারি সংস্থা ভার্কের প্রকল্প সমন্বয়ক মোঃ মহসিন তালুকদার।

অনুষ্ঠানে স্বপ্নের ঠিকানা ব্রিজ স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি বিগত এক বছরের কার্যক্রমের ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকমণ্ডলী, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।