সারাদেশ

নাজিরপুরে ২ রোহিঙ্গা যুবককে আটক

নাজিরপুরে ২ রোহিঙ্গা যুবককে আটক

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৪৫

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নাজিরপুর থানা পুলিশের এসআই সরোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নাজিরপুর টু গোপালগঞ্জ মহাসড়কের চিথলিয়া এলাকায় অভিযান চালান। এ সময় তাদের আটক করা হয়।

আটক দুই যুবক হলেন— কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শফিক (২১)।

রাত ৮টার দিকে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে আসছিল বা কার মাধ্যমে এখানে এসেছে, সে বিষয়ে তদন্ত চলছে। পুলিশ আশা করছে, খুব শিগগিরই এসব বিষয় স্পষ্ট হয়ে যাবে।