সারাদেশ

কুড়িগ্রামে গাঁজাসহ নারী আটক

কুড়িগ্রামে গাঁজাসহ নারী আটক

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৩৬ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, রাত ১:৪৮

কুড়িগ্রামে গাঁজাসহ মুন্নি আকতার (২৯) নামের এক নারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রৌমারী উপজেলার মোড় সিএনজি স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক মুন্নি আকতার পল্লবি থানার চান্দারটেক বস্তির শাহজাদা হোসেনের কন্যা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মুন্নি আকতার ১৩ কেজি গাঁজা নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে সিএনজিযোগে টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি স্টেশন থেকে পুলিশ তার ব্যাগে তল্লাশি চালালে ১৩ কেজি গাঁজা উদ্ধার হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর হোসেন বলেন, ১৩ কেজি গাঁজাসহ মুন্নি আকতারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।