সারাদেশ

সিরাজগঞ্জে ইসলামী মহাসমাবেশ: কল্যাণের পথ অনুসরণের আহ্বান

সিরাজগঞ্জে ইসলামী মহাসমাবেশ: কল্যাণের পথ অনুসরণের আহ্বান

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৩৫

ইসলামের কল্যাণের পথ সবাইকে অনুসরণের আহ্বান জানিয়ে সিরাজগঞ্জ জেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এনায়েতপুর থানার জামিয়াতুল হাসানাইন আল-ইসলামিয়া আজগড়ার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসমাবেশ সমাপ্ত হয়েছে।

শনিবার বাদ এশা থেকে দুই দিনব্যাপী শুরু হওয়া ধর্মীয় এ সমাবেশে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুলতাজিম গ্রুপের এমডি আলহাজ্ব আব্দুস সালাম ফকিরের সভাপতিত্বে শেষ দিনে ছারছীনা দরবার শরীফের গদীনশীন পীর শাহ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন প্রধান মেহমান, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মুফতী ওসমান গণী সালেহী সহ দেশ বরেণ্য আলেমগন বক্তব্য রাখেন।

বক্তারা নবী-রাসূলের উম্মত হিসেবে ইসলামের আদর্শে পরিপূর্ণ জীবন ব্যবস্থা গড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ লালন করে মানুষের পাশে থাকার আহ্বান জানান।

এতে বিভিন্ন জেলার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।