সারাদেশ

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪, রাত ১০:২০

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ জানায়, শহরের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং অটোরিকশা ও মিশুকরিকশার সুষ্ঠু চলাচলের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ময়মনসিংহ স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা: প্রদীপ কুমার সাহা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানায়, আশ্রয়নে ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় নলকূপ স্থাপন কাজ চলমান রয়েছে এবং ৩৬টি পাবলিক টয়লেট নির্মাণের কার্যক্রমও অব্যাহত আছে।

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, রবি শস্য উৎপাদনের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে।

সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।