সারাদেশ

দীঘিনালায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

দীঘিনালায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪, রাত ১০:১৬

খাগড়াছড়ির দীঘিনালার জামতলী মুসলিম শিবির এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাসের গাছ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবক মো: হানিফ (৩০), জামতলী মুসলিম শিবির এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস এলাকার কবরস্থানের গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী মোছাঃ মুন্নি আক্তার (২৩) জানান, তার স্বামী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য ছিলেন এবং তাদের মধ্যে কোন শত্রুতা বা পারিবারিক ঝামেলা ছিল না। তিনি বলেন, রোববার রাতে মাহফিলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ নির্ধারণে পুলিশ কাজ করছে।