কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত ২০২৪ সালের গ্রীষ্মকালীন অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ দূতাবাস কাতার ও স্কুল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বিজয় মেলা মঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের উপপ্রধান ওয়ালিউর রহমান, স্কুলের ডিরেক্টর লেফটেন্যান্ট কমোডর (অব.) আনোয়ার খুরশীদ, অধ্যক্ষ জুলফিকার আজাদ, গভর্নিং বডির সদস্য সোহেল রানা, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, গার্ডিয়ানস সংগঠনের উপদেষ্টা মোজাম্মেল হোসেন এবং সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমসহ আরও অনেকে।
ফ্রেন্ডস ইউনিটি কাতার এবং গার্ডিয়ানসের সার্বিক সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৬৪ জন বিজয়ী, দেশ-বিদেশের ৮ জন বিচারক এবং ২৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও রাষ্ট্রদূত স্কুল কর্তৃপক্ষ, গার্ডিয়ানস সংগঠন, এবং বিশিষ্ট শিল্পী বোরহান উদ্দিন মুকুলকে সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন কাতারের জনপ্রিয় ব্যান্ড জেমস অ্যান্ড ফ্রেন্ডস এবং বোরহান উদ্দিন মুকুল ও তার দল। পুরো আয়োজনটি ফ্রেন্ডস ইউনিটির সমন্বয়ক রাকিব মোহাম্মদ (মিলকান) ও মার্সিয়া জান্নাত পরিচালনা করেন।
মতামত