বান্দরবানবাসীর স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ হিসেবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চালু করেছে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাম্বুলেন্স।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. আবুল কালাম, মো. নাছির উদ্দিন, মাধবী মারমা, খুরশিদা ইসহাক, ম্যাম্যানু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, এটি একটি মানবিক উদ্যোগ। বান্দরবানবাসীর জন্য জরুরি স্বাস্থ্যসেবায় অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ অ্যাম্বুলেন্স পরিষেবা জেলার জনগণের জন্য ২৪ ঘণ্টা উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
মতামত