সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরুসহ ৩ চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরুসহ ৩ চোরাকারবারি আটক

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩:২১ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:৩১

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গরুসহ তিন চোরাকারবারিকে আটক করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের গোয়ালডুবি ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বাখেরআলী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে গোয়ালডুবি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরুসহ তিনজনকে আটক করা হয়। 

তারা হলেন—মো. বাকিদুর রহমান (৩৫), মো. শাহিদুল ইসলাম (৩৫), এবং মো. আব্দুল করিম (৩০)। আটককৃতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান, পিএসসি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গরুসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।