দিনাজপুরের বীরগঞ্জে দারুল হুদা হাফিজিয়া কওমি এতিমখানা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় মাকড়াই এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মো. নাজমুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অভিভাবকদের ধন্যবাদ দেন এবং মাদ্রাসার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
মূল আলোচনায় মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মো. ওসমান গনি জিহাদী বলেন, এই প্রতিষ্ঠানকে মানসম্মত দ্বীনি শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস প্রচেষ্টা চালাচ্ছি। ভবিষ্যতে আরও শিক্ষার্থী ভর্তি হবে বলে আশা করছি। এজন্য অবকাঠামো উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে প্রতি ক্লাসে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী এবং শতভাগ উপস্থিতির জন্য নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রেজা হোসেন, আব্দুর রাজ্জাক, আমিরুল বিশ্বাস, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ, রনজিৎ সরকার রাজ, বিকাশ ঘোষ, আব্দুল জলিল শেখ, নাজমুল ইসলাম মিলনসহ মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং কমিটির সদস্যরা।
মতামত