সারাদেশ

কুড়িগ্রামে ৩ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক

কুড়িগ্রামে ৩ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, রাত ১১:৫১

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর এবং চাঁদাবাজির ঘটনায় তিন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ও রাত ৯টার দিকে জেলার ফুলবাড়ী এবং রৌমারী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান (২৫), খড়িবাড়ী বাজার শাখা যুবলীগের সভাপতি বেলাল হোসেন শেখ (৪৫) এবং রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী রুবেল।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আরিফুর রহমান ও বেলাল হোসেন শেখকে হামলা, ভাংচুর এবং লুটপাটের মামলায় আটক করা হয়। এছাড়া, নুরুন্নবী রুবেলকে বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর এবং চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ এবং রৌমারী থানার ওসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত নুরুন্নবী রুবেলকে ২২ ডিসেম্বর কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।