চাঁপাইনবাবগঞ্জের জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে বরেণ্য ব্যক্তিদের স্মরণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, এবং ভাষা সাহিত্যিক ড. ইমদাদুল হক মামুন, ইন্সট্রাক্টর, বাংলা বিভাগ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
সভায় শিক্ষাবিদ ও সাহিত্যিকদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, নবীন-প্রবীণ পাঠক, এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন লাইব্রেরিয়ান জনাব সাজিয়া আফরিন। আলোচনায় বরেণ্য ব্যক্তিদের অবদান তুলে ধরে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, এবং ভাষা সাহিত্যের বিকাশে তাদের অসামান্য ভূমিকা স্মরণ করা হয়।
আলোচনা শেষে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে 'মহান বিজয় দিবস-২০২৪' উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রতিযোগিতার ৯ জন রচনা বিজয়ী এবং ৯ জন চিত্রাঙ্কন বিজয়ীসহ মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়।
এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং বরেণ্য ব্যক্তিদের অবদানকে নতুন করে তুলে ধরবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।
মতামত