সারাদেশ

গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন

গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, রাত ৯:৫৯

গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন প্রধান কার্যালয়ের উদ্বোধন করেছেন দলের স্থানীয় নেতাকর্মীরা। 

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের বড় বাজার ভবনের দ্বিতীয় তলায় নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। ভার্চুয়ালি সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, বিগত দিনে যারা বিএনপির সঙ্গে সক্রিয় ছিলেন না, তারা এখন গোপালগঞ্জে বিভিন্ন অফিসকে বিএনপির কার্যালয় বলে দাবি করছেন। কিন্তু সেগুলো কখনোই বিএনপির অফিস হতে পারে না। আজ যেটি উদ্বোধন করা হলো, সেটিই গোপালগঞ্জ জেলা বিএনপির মূল ও প্রধান কার্যালয়।

এসএম জিলানী বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে আরও শক্তিশালী করতে এবং সংগঠনের অবস্থান মজবুত করতে আমরা অচিরেই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করব। এই কমিটি জেলা বিএনপিকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাবে।

এ সময় উপস্থিত নেতারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।