গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাথানডাঙ্গা বাজারে একটি অভিযান চালিয়ে ভুয়া হোমিওপ্যাথিক ডাক্তার শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে শহিদুল ইসলামকে নকল ঔষধ তৈরির এবং বোতলের গায়ে মিথ্যা মোড়ক লাগানোর অপরাধে জরিমানা করা হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সরকারি পরিচালক শামীম হাসান শহিদুল ইসলামকে ভবিষ্যতে নকল ঔষধ তৈরি ও মিথ্যা মোড়ক ব্যবহার না করার নির্দেশ দেন। এছাড়া, হোমিওপ্যাথিক কাউন্সিলের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার জন্য তাকে সতর্ক করা হয়।
বাথানডাঙ্গা বাজারের ব্যবসায়ী ওবায়দুর মোল্লা জানান, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেছেন, কিন্তু তার কাছে চিকিৎসা নেওয়ার পর কেউ ভালো হয়নি বরং অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি এ ভুয়া ডাক্তারকে কঠোর শাস্তির দাবি জানান।
বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিলের রেজিস্টার ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, ভুয়া ডিগ্রি বা ডিপ্লোমা দিয়ে ডাক্তারি প্র্যাকটিস করা আইনগতভাবে নিষিদ্ধ। এ ক্ষেত্রে শহিদুল ইসলামের কোনো সরকার অনুমোদিত সনদ নেই এবং তিনি ভুয়া ডাক্তার হিসেবে চিহ্নিত হয়েছেন।
এ অভিযানে বাথানডাঙ্গা বাজারের ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক শামীম হাসান জানান, ভবিষ্যতে গোপালগঞ্জে নকল ঔষধ তৈরি এবং বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত