সারাদেশ

বিরলে শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরলে শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:৩৪

দিনাজপুরের বিরলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় বিরল উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত এই সম্মেলনে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এ সময়, নাজমুল ইসলাম এবং সেলিম রেজা পুনরায় যথাক্রমে সভাপতি এবং সম্পাদক হিসেবে নিযুক্ত হন। দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকিরুল ইসলাম নবনির্বাচিত কমিটির শপথ পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. জাকিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মো. আব্দুর রশিদ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. এনামুল হক। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি আজমির হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের সমাপনী বক্তব্য রাখেন সভাপতি নাজমুল ইসলাম। অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রশিদ।

এ ধরনের সম্মেলন শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন উপস্থিত বক্তারা।