সারাদেশ

চাটমোহরের খন্দবাড়িয়া রাস্তায় ব্রিজ ও পাকাকরণের দাবি

চাটমোহরের খন্দবাড়িয়া রাস্তায় ব্রিজ ও পাকাকরণের দাবি

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:৩১

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া গ্রামের রাস্তা ও সাঁকোর দুরবস্থার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার। চলাচলের একমাত্র উপায় এই সাঁকোটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা যেকোনো মুহূর্তে দুর্ঘটনার কারণ হতে পারে। তাই এলাকাবাসীর প্রাণের দাবি হলো, দ্রুত এই সাঁকো সরিয়ে পাকা ব্রিজ নির্মাণ ও সংযোগ রাস্তাটি পাকাকরণ।

খন্দবাড়িয়া গ্রামের জনগণ দীর্ঘদিন ধরে চলনবিল অঞ্চলের উন্নয়ন থেকে বঞ্চিত। তাদের দাবি, দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে রাস্তা-ঘাট পাকা করা হলেও সীমান্তবর্তী এ গ্রাম উন্নয়ন থেকে বারবার পিছিয়ে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে রাস্তাটি পাকাকরণ ও ব্রিজ নির্মাণের দাবিতে তদবির করা হলেও কোনো সাড়া মেলেনি।

চাটমোহর উপজেলার কাটাজোলার শুরুতে পাকা ব্রিজ না থাকায় গ্রামের মানুষজন করতোয়া নদীর পাড় ধরে ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। গ্রামের কিছু অংশে মাটির রাস্তা তৈরি করা হলেও তা কোনোভাবেই দীর্ঘমেয়াদি সমাধান নয়। তাই এলাকাবাসী সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, দেশের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হলেও খন্দবাড়িয়া গ্রামের জন্য মাত্র কয়েক লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়নি। এটি খুবই হতাশাজনক। জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাবেই এ অবস্থা সৃষ্টি হয়েছে।

নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নূর জাহান বেগম মুক্তি বলেন, চলতি মৌসুমে এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছি।