ময়মনসিংহ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন কাজী আখতার উল আলম।
শনিবার (২১ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম তার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
নবনিযুক্ত পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার কাজী আখতার উল আলম ময়মনসিংহের আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। তিনি জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নতুন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেন।
মতামত